আইসল্যান্ডে ১৪ ঘণ্টায় ৮০০ ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | মিডিয়া এক্সপ্রেস
প্রকাশিত : শনিবার, ২০২৩ নভেম্বর ১১, ১২:৫৩ অপরাহ্ন

ইউরোপের দেশ আইসল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় রেইকজেনেস উপদ্বীপে মাত্র ১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্প আঘাত হানেছে। স্থানীয় সময় শুক্রবার (১০ নভেম্বর) দুপুর থেকে মধ্যরাত পর্যন্তে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের ঘটনার পরপরই দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধম্য এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

আইসল্যান্ডের নাগরিক সুরক্ষা ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানায়, গ্রিন্দাভিকের উত্তরে সুন্ধনজুকাগিগারে ভূমিকম্পের কারণে নাগরিক প্রতিরক্ষার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর চেয়ে বড় ভূমিকম্প হতে পারে এবং এর কারণে একটি অগ্ন্যুৎপাত ঘটতে পারে৷


 গ্রিন্দাভিক গ্রামে প্রায় ৪ হাজার বাসিন্দা বাস করে। শুক্রবারের ভূমিকম্পগুলো কেন্দ্রস্থল ছিল এই গ্রামের তিন কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। সবচেয়ে বড় ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ২ মাত্রার। অগ্ন্যুৎপাত ঘটলে গ্রামটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে সরকার।
 
 আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানায়, অক্টোবরের শেষ থেকে রেইকজেনেস উপদ্বীপে ২৪ হাজার কম্পন অনুভূত হয়েছে। আর শুক্রবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত ৮০০টি ভূমিকম্প অনুভূত হয়েছে।
 
সংস্থাটি জানায়,আগ্নেয়গিরির ম্যাগমা ভূপৃষ্ঠে আসতে কয়েক দিন সময় লাগতে পারে।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework